• সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

logo-Left ভৈরব পৌরসভা, কিশোরগঞ্জ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা

সড়কপথ, রেলপথ ও নৌপথে ত্রিমাত্রিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে ভৈরবে। ভৈরব রেলওয়ে জংশন। ভৈরব দেশের বিভিন্ন জেলার প্রবেশদ্বার হওয়ায় ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত। ভৈরব বাজার গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত হলে ১৯০২ সালে আই জি এন কোম্পানী কর্তৃক ভৈরবে অফিসসহ স্টীমার ঘাট স্থাপন করা হয়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চল, বি. বাড়ীয়া এবং ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সাথে লঞ্চ, মালবাহী কার্গো এবং বার্জ নিয়মিত চালু রয়েছে। ১৯৩৫-১৯৩৭ খ্রিষ্টাব্দে মেঘনা নদীর উপর King George the Sixth Bridge বা ‘রাজা ৬ষ্ট জর্জ সেতু’(ভৈরব রেল সেতু) নির্মিত হয়। সেতুটির নির্মাণ ব্যয় হয় ভারতীয় মুদ্রায় ৬৪ লক্ষ টাকা। এ বছরই ডিসেম্বর, ১৯৩৭ সেতুটির উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় সহাপিত হয় ভৈরব রেলওয়ে জংশন। ঢাকা, চট্রগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ নিয়মিত ট্রেন চালু রয়েছে। কালের বিবর্তনে সড়কপথের উন্নয়ন ঘটলেও এখনও নদীপথ ও রেলপথ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃত ও জনপ্রিয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখনো নদীপথ অন্যতম। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের হাওড় অঞ্চল, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে লঞ্চ, মালবাহী কার্গো এবং বার্জ নিয়মিত চলাচল করছে। সড়কপথে মেঘনা নদী পারাপারের জন্য ফেরী চালু ছিল দীর্ঘদিন। ফেরী পার হতে অনেক সময় লেগে যেতো। সড়কপথে যোগাযোগের উন্নয়নে ঢাকা-সিলেট মহাসড়কে মেঘনা নদীর উপর ৬৩৫ কোটি টাকা ব্যয়ে(১৯৯৯-২০০২ সাল) নির্মিত হয় বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতু। ভৈরব থেকে বাসযোগে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের সুবিধা রয়েছে।

প্রশাসক
শবনম শারমিন
বিসিএস (প্রশাসন)
বিস্তারিত
পৌর নির্বাহী কর্মকর্তা
মোঃ ফারুক
বিস্তারিত
নির্বাহী প্রকৌশলী
Chief Executive Officer. জি. এম. আরিফ সারোয়ার
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

51675
Visit Today : 131
Visit Yesterday : 191
This Month : 2648
Total Visit : 51675
Total Hits : 225339

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   17-11-2025 06:33:31

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২