• রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ভৈরব পৌরসভায় আপনাকে স্বাগতম

logoLeft ভৈরব পৌরসভাতে স্বাগতম
logoLeft

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
খবর:

মেয়র প্রোফাইল

জনাব ইফতেখার হোসেন বেনু (মেয়র)

আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু

মেয়র

ভৈরব পৌরসভা, ভৈরব কিশোরগঞ্জ ।

ফোন: ০২-৯৪৭০৪৮৩

মোবাইল নং- ০১৭১১-৬৮৪৩৫৩

ফ্যাক্স: ০২-৯৪৭১৬২৩

ইমেইল: mayor_bp@yahoo.com

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

জন্ম:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বিখ্যাত নদী বন্দর ভৈরব বাজার ও মেঘনা বিধৌত ভৈরব পৌর এলাকার চন্ডিবেরের সম্ভ্রান্ত মুসলিম পরিবার বিখ্যাত দানবীর হাজী আসমত আলো বেপারীর উত্তরসূরী ভৈরব পৌরসভার বর্তমান মেয়র জনাব মোঃ ইফতেখার হোসেন বেনু ১ জানুয়ারি ১৯৬০ সালে জন্ম। তাঁর পিতার নাম হাবিবুর রহমান সওদাগর, মাতার নাম সামছুন্নাহার।

পারিবারিক ঐতিহ্য:

তাঁর প্রপিতামহ বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর হাজী আসমত আলী ব্রিটিশ আমলে ধান, চাল ও পাটের আড়তদারিসহ বিভিন্ন পণ্যের বড় বড় এজেন্সি ব্যবসার মাধ্যমে তিনি বিত্তবান ও সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করেন। তিনি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিখ্যাত দানবীর, সমাজসেবক ও বিদোৎসাহী ব্যক্তি। সে সময়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলায় একমাত্র গুরুদয়াল কলেজ ছাড়া অন্য কোন কলেজ ছিল না। সে পরস্থিতিতে ভৌগোলিক গুরুত্বপূর্ণ এলাকা ভৈরবের অনগ্রসর জনগোষ্ঠীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে তিনি ১৯৪৬ সালে নিজ নামে হাজী আসমত কলেজ প্রতিষ্ঠার জন্যে এককালীন ৪০ হাজার টাকা দান করেন। কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শিক্ষামন্ত্রী সৈয়দ মুয়াজ্জেম উদ্দিন হোসাইন (টেনা মিয়া)

১৯৪৭ সালের ১ জুলাই থেকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তাঁর নিজস্ব ভূ-সম্পত্তির উপর তাঁর স্মরনে ১৯৩০ সালে জন্মস্থান চন্ডিবেরে গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ, মক্তব, হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ। চন্ডিবের সরকারি হাসপাতাল (বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) প্রতিষ্ঠার সময়েও তিনি জমি দান করেন।

শিক্ষা জীবন:

মেয়র আলহাজ্ব জনাব মোঃ ইফতেখার হোসেন বেনু বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে, ১৯৭৪ সালে একই প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব থেকে এসএসসি, ১৯৭৬ সালে হাজী আসমত কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সরকারি জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ও পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

রাজনৈতিক জীবনঃ

মানুষের প্রতি প্রগাঢ় ভালবাসা, দারিদ্রতা দূর ও ন্যায়ভিত্তিক একটি দেশ গঠনের অবদান রাখার লক্ষ্যে তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এই মানুষটি ছাত্র জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৮২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর তিনি ভৈরব থানা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ৩ বছর ভৈরব শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন সুনামের সহিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষানুরাগী ও সমাজ সেবকঃ

তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং হাজী আসমত কলেজের গভর্নিং বোর্ডের প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার হার বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করেন৷ দানবীর হাজী আসমত আলীর সুযোগ্য প্রপৌত্র বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেনুর সহযোগিতায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি বাংলাদেশঅনুদানে চন্ডিবেরে স্থাপন করেন সমাজের সুবিধাবঞ্চিত এতিম কন্যা শিশুদের জীবনমান উন্নয়নের জন্যে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার, হাজী আসমত আলী গার্লস হাই স্কুল ও হাজী আসমত আলী মেডিক্যাল সেন্টার। পাশাপাশি তাঁর বদান্যতায় এ স্কুল ক্যাম্পাসের পাশেই গড়ে ওঠে নান্দনিক স্থাপত্যের হাজী আসমত জামে মসজিদ, ঈদগাহ মাঠের মিম্বর ও পাকা প্রাচীর৷ এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

  • প্রতিষ্ঠাতা প্রতিনিধি সদস্য, ম্যানেজিং কমিটি, হাজী আসমত সরকারি কলেজ।

  • সাবেক সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ভৈরব।

  • সভাপতি, ম্যানেজিং কমিটি, হাজী আসমত আলী গার্লস হাই স্কুল, ভৈরব

  • সভাপতি, ম্যানেজিং কমিটি, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার, ভৈরব।

  • সভাপতি, ম্যানেজিং কমিটি, হাজী আসমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব।

  • সভাপতি, ম্যানেজিং কমিটি, পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব।

  • সাবেক সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ভৈরব।

  • সভাপতি, পলতাকান্দা জামে মসজিদ, ভৈরব।

  • সভাপতি, মেঘনা রেলওয়ে ব্রিজ সংলগ্ন জামে মসজিদ, ভৈরব।

ক্রীড়া ব্যক্তিত্বঃ

ভৈরব পৌরসভার মেয়র জনাব মোঃ ইফতেখার হোসেন শিশু কাল থেকেই খেলাধুলার প্রতি ছিলেন বিশেষ অনুরাগী। প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় অধ্যায়নকালীন বিভিন্ন আন্তঃ জেলা স্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এছাড়াও তাঁর নেতৃত্বে ভৈরব ফুটবল টিম কিশোরগঞ্জ জেলার বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বর্তমানে তিনি বিভিন্ন খেলাধুলার টিমকে পৃষ্ঠপোষকতা করে থাকেন।

ব্যক্তিগত পারিবারিক জীবন :

ভৈরব পৌরসভার মেয়র জনাব মোঃ ইফতেখার হোসেন বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক। তিন সন্তানই ঢাকার ঐতিবাহী শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

মেয়র নির্বাচন :

২০২১ সালে ভৈরব পৌরসভার মেয়র বচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রতীক নিয়ে বিপুল ভোটে ভৈরব পৌরসভা নির্বাচিত হয়।

মেয়র নির্বাচিত হওয়ার সেবা নিশ্চিত করার জন্য নানা মুখী পদক্ষেপ গ্রহণ করেন। যেকোন শ্রেণির মানুষ সহজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং তাদের সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান করা করেন তার এই উদার নীতির জন্য সুশীল সমাজে প্রশংসা কুড়িয়েছেন তিনি বর্তমানে বৈশ্বিক মন্দা পরিস্থিতে ভৈরব পৌরসভাকে বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের তাই এই সরকারের অধিন প্রকৃতি প্রকল্পে ভৈরব পৌলসভাবে অর্ন্তভুক্ত করেছেন। এছাড়া এশিয়ান ডেভলাপমেন্ট ব্যাংক, জার্মান সরকার ও বাংলাদেশ সরকারের সহায়তাপুষ্ট UGIIP-III প্রকল্পে অন্তর্ভূত হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় নাগরিক সেবা বৃদ্ধি এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং জন কাঠ সমান আছে।

ভবিষ্যত পরিকল্পনা :

তিনি নিজেকে বর্তমানে আওয়ামীলীগের নিবেদিত কর্মী এবং নির্বাচিত মেয়র হিসাবে জনগণের সেবা ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অধিকতর সম্পৃক্ত করার জনসেবাকে একটি ব্রত হিসাবে নিয়েছে। তাঁর চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি মৃত্যুর আগমূহুর্ত পর্যন্ত জনকল্যান করে যাওয়ার ইচ্ছে পোষণ করেন।

 

এমপি
MP Corner জনাব নাাজমুল হক পাপন
বিস্তারিত
মেয়র
Mayor জনাব ইফতেখার হোসেন বেনু
বিস্তারিত
পৌর নির্বাহী কর্মকর্তা
PNO জনাব মোঃ ফারুক
বিস্তারিত
নির্বাহী প্রকৌশলী
XEN ইঞ্জিনিয়ার মোঃ বাদশা আলমগীর
বিস্তারিত

জরুরি হটলাইন

logoLeft logoLeft logoLeft logoLeft logoLeft

জাতীয় সংগীত

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

016052
Users Today : 22
Users Yesterday : 37
This Month : 950
This Year : 4273
Total Users : 16052

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   01-04-2024 07:04:11

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২